পল্লবী থানায় বিস্ফোরণ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি
- আপডেট সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণে চার পুলিশসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । অস্ত্রোপচারের সময় তার হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এর আগে সকালে থানা পুলিশের হাতে গ্রেফতার আসামির সঙ্গে থাকা ভারী বস্তু বিস্ফোরণে তারা আহত হন। পল্লবী থানা ভবন পরিদর্শনের এসে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। স্থানীয় একটি অপরাধীচক্র কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করছিল। সে সংবাদটির জানার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এরপরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ঈদুল আযহাকে ঘিরে সম্প্রতি দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতর থেকে সতর্কবার্তা জারি করা হয়। সেখানে পুলিশকে টার্গেট করে বা পুলিশ স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ জন্য রাজধানীর গুরুত্বপুর্ন এলাকাগুলোর চেকপোষ্টে নজরদারি বাড়ানো হয়।
ঠিক তার দুদিন পর। বুধবার ভোরে মিরপুর পল্লবী থানায় বিস্ফোরনের ঘটনা ঘটলো। পুলিশ বলছে, তিন আসামিকে গ্রেফতার করে পল্লবী থানায় নিয়ে আসা হয় । তাদের কাছে থাকা একটি ডিজিটাল ওয়েট মেশিন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে পিএসআই রুমির দুই হাত, বাম পা এবং রিয়াজ নামের সাধারণ এক ব্যক্তির দুই হাত ও পেট বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে থানার ভিতরে থাকা আরো ২ টি বোমা নিস্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট।
তবে পল্লবী থানা ভবন পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানায় বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। স্থানীয় একটি অপরাধীচক্র কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করছিল। তাদের গ্রেফতারের পর এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের পেছনে আর কারা সহযোগী তাদের খুঁজে বের করতে কাজ করেছে পুলিশ।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহদের মধ্যে পিএসআই অঙ্কুশকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্রুত তদন্তে থানায় ঘটে যাওয়া এ বিস্ফোরনের সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।