পল্লী উন্নয়ন বোর্ডের উদকনিক প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন নিয়ে রংপুরে কর্মশালা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দারিদ্রতার সূচকে উপরে থাকা উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদকনিক প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন নিয়ে রংপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে নগরীর একটি হোটেল মিলনায়তনে কর্মশালায় রংপুর বিভাগের ৩৫টি উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তা, বিআরডিবি’র কর্মকর্তারা অংশ নেন। উদকনিক প্রকল্পের পরিচালক বিএসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।পরে নগরীর টার্মিনাল এলাকায় উদকনিক প্রকল্পের অধীনে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ তলা বিশিষ্ট ডিসপ্লে কাম সেলস্ সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।