পশ্চিমতীরের একাংশকে ইসরাইলের সঙ্গে একীভূত করার পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের একাংশকে ইসরাইলের সঙ্গে একীভূত করে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে যুক্তরাজ্যের ওই অবস্থানের কথা জানান তিনি ।
সোমবার বিকেলে ওই টেলিফোনালাপে নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।সম্প্রতি ইসরাইলের সংবাদমাধ্যমে নিবন্ধ প্রকাশ করে পশ্চিমতীরের একাংশ দখলে ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে লেখেন বরিস জনসন। ওই নিবন্ধে তিনি এ পরিকল্পনা বাতিল করার জন্য তেলআবিবের প্রতি আহ্বান জানান। পশ্চিমতীরের ৩০ শতাংশ ভূমি নিজেদের সঙ্গে একীভূত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরাইল। গত ১ জুলাই এ পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল । কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেলআবিব।