পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে মমতার পাশে দাঁড়িয়েছে অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
মমতার আমন্ত্রণ পেলেই তৃণমূলের হয়ে প্রচারণায় দিল্লি থেকে কোলকাতায় পৌঁছাবেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূলের হয়ে প্রচারে নামতে কেজরিওয়াল ছাড়াও আম-আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াসহ অন্য নেতারা প্রস্তুত রয়েছেন। ভারতের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল অন্যতম জনপ্রিয় দুই মুখ। বারবার নানা ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছেন তারা।