পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষার উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষার উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফল মিলবে ৩ অক্টোবর। দক্ষিণ কোলকাতার ভবানীপুরের এই উপ-নির্বাচনে জিতলেই কেবল মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়াল। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৪টা পর্যন্ত উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলে। জেতার জন্য মমতা ও প্রিয়াংকা সকাল থেকেই ভোটের মাঠে জোর লড়াইয়ে নামেন। তৃণমূল দাবি করছে, এ যুদ্ধে জিতবেন মমতাই। এক লাখের বেশি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারাবেন তিনি। অন্যদিকে বিজেপিও তাদের দাবি থেকে সরছে না। ভবানীপুরের নির্বাচনের ফল ঘোষণা করা হবে রোববার।