পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথফেরত জরিপ এমনই ইঙ্গিত দিচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের বুথ ফেরত জরিপ বলেছ রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে এবার ১৫৬টিতে জিতবে তৃণমূল। ১২১টি আসন পেয়ে বিজেপিও থাকবে শক্তিশালী অবস্থানে। ছয়টি এক্সিট পোলের সমন্বয়ে করা পূর্বাভাস অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্ধেকের বেশি আসনে জিতবেন– যা টানা তৃতীয়বার ক্ষমতায় বসার জন্য যথেষ্ট। পি. মার্কসের বুথফেরত জরিপের ফলে দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে সর্বোচ্চ ১৩২ আসন। কংগ্রেস জোট পেতে পারে ১০ থেকে ২০ আসন। সিএনএন নিউজ ১৮-এর প্রকাশিত জরিপ বলছে, রাজ্যে ক্ষমতায় বসতে চলেছে তৃণমূল। দলটি পাবে সর্বোচ্চ ১৬২ আসন। আর বিজেপি পাবে ১১৫ আসন।