পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা আবার সরকার গঠন করবেন : অভিষেক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার সরকার গঠন করবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে তিনি এ মন্তব্য করেন। করোনাকালে আট দফার ভোট নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন অভিষেক। ডায়মন্ড হারবারের এ সংসদ সদস্য বলেন, বিশেষ একটি দলকে প্রচারের জায়গা করে দিতে কমিশন এমনটা করেছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে পদ্মশিবিরেও। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে আসছে বলে দাবি করেছেন মোদি-শাহ’রা। এদিকে করোনায় চরম বিপর্যয়ের মধ্যেও আজ বিধানসভা নির্বাচনের ৭ম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আর মাত্র একদফা ভোটগ্রহণ বাকী। তারপরই শেষ হবে এ ভোটযুদ্ধ। ২ মে প্রকাশ হবে ফলাফল।