পশ্চিম তীরের জেনিনে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে সরে যেতে শুরু করেছে ইসরায়েলি সেনারা
- আপডেট সময় : ১০:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সামরিক অভিযানের নামে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে শরণার্থী শিবির থেকে সরে যেতে শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এ অভিযানে এক ইসরায়েলি সৈন্যও নিহত হয়েছে। আজ ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তবে সেনা প্রত্যাহারের খবর প্রকাশের সময়ও জেনিন ক্যাম্পজুড়ে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই অভিযানে আহত হন অন্তত ১০০ জন। আর শরণার্থীশিবির ছেড়ে যান প্রায় তিন হাজার জন। ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়ে আবারও নতুন করে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। আর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের দাবি, সাধারণ ফিলিস্তিনিরা লক্ষ্যবস্তু নয়; জেনিনে ও সেখানকার শরণার্থী শিবিরে অবস্থানরত ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া সশস্ত্র গ্রুপগুলোকে ধ্বংস করতেই তাদের এই অভিযান। এদিকে ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।