পহেলা নভেম্বরের মধ্যে টিকা বিতরণের জন্য যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যকে প্রস্তুত থাকার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পহেলা নভেম্বরের মধ্যে টিকা বিতরণের জন্য যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বুধবার দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ৪৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
গেল মাসে রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, এ বছর শেষ হওয়ার আগেই কোভিড নাইন্টিনের টিকা বাজারে আনবে যুক্তরাষ্ট্র। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংশ্লিষ্ট সব প্রক্রিয়া শেষ না করেই নির্বাচনে বাড়তি সুবিধা পেতে তা বিতরণের উদ্যোগ নেয়া হলে তা হবে বিপজ্জনক। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার বলেছেন, এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই।