পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সাংস্কৃতিক তীর্থপীঠ যশোর
- আপডেট সময় : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সাংস্কৃতিক তীর্থপীঠ যশোর। মঙ্গল শোভাযাত্রাসহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুনবর্ষকে বরণ করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন এ জেলার সাংস্কৃতিক কর্মীরা। রমজানের কারণে এ বছর অনুষ্ঠান সীমিত করা হলেও সকল সংগঠনই কমবেশি আয়োজন করবে। আর সমগ্র আয়োজনে নিরাপত্তা দিতে প্রস্তত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরই যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষ বরণে নানা আয়োজন করে। আর সে লক্ষ্যেই চলছে সকল প্রস্তুতি। বিশেষ করে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোতে দিন-রাত চলছে বিভিন্ন বিষয়ের মহড়া।
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে হাতি ঘোড়ার প্রতিকৃতি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ। পহেলা বৈশাখে নগরবাসীকে উৎসবে মাতিয়ে তুলতেই এমন আয়োজন, বলছেন সংগঠনগুলোর নেতারা।
বর্ষবরণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে। সেইসাথে শংকা না থাকলেও সমগ্র আয়োজনে নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে আছেন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বছর রমজান মাসের কারণে বর্ষবরণ উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোর মিষ্টিমুখের আয়োজন ও জেলা প্রশাসকের বাসভবনে পান্তা উৎসব করা হয়েছে।