পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংস্কৃতিক তীর্থপীঠ যশোর
- আপডেট সময় : ০৪:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১৬১৬ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংস্কৃতিক তীর্থপীঠ যশোর। মঙ্গল শোভাযাত্রাসহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুনবর্ষকে বরণ করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন এ জেলার সাংস্কৃতিক কর্মীরা। এবছর পবিত্র ঈদুল ফিতরের পর বর্ষবরণ হওয়ায় নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে ৯দিনব্যাপী বৈশাখী মেলা। আর সমগ্র আয়োজনে নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
বাংলা নববর্ষ বরণের সুদীর্ঘ ইতিহাস রয়েছে মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার সাংস্কৃতিক তীর্থপীঠ যশোরের। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠন বাংলা নববর্ষ বরণে নানা আয়োজন রাখে। আর সে লক্ষ্যেই চলছে সকল প্রস্তুতি। বিশেষ করে উৎসবের প্রস্তুতিতে উদীচী, পুনশ্চ, তীর্যক ও চাঁদেরহাটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে গান, নাচ, নাটক ও গীতিনাট্যের মহড়া। সেইসাথে চলছে মঙ্গল শোভাযাত্রার জন্য হাতি পুতুল, পাখি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ।
এবছর পবিত্র ঈদুল ফিতরের পর বর্ষবরণ হওয়ায় নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে ৯দিনব্যাপী বৈশাখী মেলা।
এদিকে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা বর্ষবরণকে ঘিরে জেলাব্যাপী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।
এছাড়া এ বছর বর্ষবরণ উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের কার্যালয় চত্বরে মিষ্টিমুখের আয়োজন রেখেছে।