পাঁচ জেলায় করোনা উপসর্গে নিয়ে পাঁচ’জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মাদারীপুর, গাইবান্ধা, ঢাকার ধামরাই, ঝিনাইদহ ও দিনাজপুরে করোনা উপসর্গে পাঁচ’জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় মাদারীপুর শহরের পানিছত্র আলজাবির উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় আব্দুল লতিফ হাওলাদার নামে এক বৃদ্ধ গত রাতে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকরাম হোসেন জানান, মারা যাওয়ার পর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা উপসর্গে ইয়াছিন সরকার রাব্বি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত রাব্বি বগুড়া শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গাফফার সরকারের ছেলে। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার ধামরাইয়ে গেলো ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম নামের আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের বাসিন্দা চাল ব্যবসায়ী সিরাজুল ইসলাম কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন।
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দীন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। তিনি মারা যাওয়ার ৩ দিন আগে ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসেন।
দিনাজপুরের ঘোড়াঘাটের করোনার উপসর্গ নিয়ে ন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সাহেব মারা গেছে। ওই শিক্ষক জ্বর সদি কাশিতে ভুগছিল বলে জানায় তার পরিবার।আজ ভোরে তিনি মারা যান।