পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে কাল। এরই অংশ হিসেবে শিশুদের উপযোগী ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি অনুদানের টিকার দ্বিতীয় চালান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে টিকার আওতায় আনতে ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন বাংলাদেশকে অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে ৭ কোটি ৫০ লাখ ডোজেরও বেশি টিকা। এছাড়া, করোনা মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।