পাঁচ বছর পর হাজার মাইল দূর থেকে বিড়াল ফিরে পেয়ে আনন্দে আত্মহারা
- আপডেট সময় : ০৮:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পশুর প্রতি অনেক ভালোবাসার কারণে হারিয়ে যাওয়া বিড়াল ফিরে পাওয়ার দীর্ঘ অপেক্ষায় ছিলেন ভিক্টর উ-শভ। পাঁচ বছর পর হাজার মাইল দূর থেকে বিড়াল সাশাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা উ-শভ।
পশুর প্রতি মানুষের ভালোবাসা একটি সহজাত প্রবৃদ্ধি। হিংস্র বাঘ সিংহ থেকে শুরু শান্তশিষ্ঠ বিড়াল ও কুকুরের প্রতি ভালোবাসার অনেক নজর কাড়া নজীর রয়েছে। তবে বাচ্চা থেকে বৃদ্ধ-সবার কাছে অতিপ্রিয় বিড়াল। সবাই বিড়াল নিয়ে খেলতে ভালোবাসে।
বিড়ালের প্রতি ভালোবাসার এক অনন্য নজীর মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ ম্যাক্সিকোতে। হারিয়ে যাওয়া বিড়াল সাশাকে ফিরে পাওয়ার আশায় পাঁচ বছর অপেক্ষায় ছিলেন মার্কিন নাগরিক ভিক্টর উ-শভ। সাশা হারিয়ে চলে যায় হাজার মাইল দূরে। আশ্রয় মিলে তার পশু আশ্রয় কেন্দ্রে।
খবর পেয়ে সেখানে ছুটে যান ভিক্টর উশভ। কালো রঙ্গের বিড়ালটিকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা তিনি।
দ্য সান্তা ফে অ্যানিমেল আশ্রয় কেন্দ্রের কর্মকর্তরা জানায়, নিউ মেক্সিকো থেকে বিড়ালটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আর মাইক্রোচিপের মাধ্যমে, মালিকে সনাক্ত করে খবর দেয়া হয়।