পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ হারলেও ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতেছে লংকানরা।
কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে শ্রীলঙ্কা। ৮৫ রানে ৮ উইকেট হারালে দেখা দেয় ১০০-এর আগে অলআউট হওয়ার শংকা। তবে শেষের দিকে চামিকা করুনারত্নের ৭৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৬০ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
১৯ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রন হারায় অজিরা। তবে পঞ্চম উইকেটে এলেক্স ক্যারি ও মারনুস ল্যাবুশচাগনের ৫১ রানের জুটিতে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। মারনুস ৩১ রানে ফিরে গেলে ও ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যারি। তবে হারলেও ম্যাচ সেরার পুরস্কার ওঠে চামিকা করুনারত্নের হাতে।