পাইকারিতে দাম বৃদ্ধির অজুহাত দিয়ে অতি মুনাফা করছে খুচরা বিক্রেতারা
- আপডেট সময় : ০২:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
পাইকারিতে দাম বৃদ্ধির অজুহাত দিয়ে অতি মুনাফা করছে খুচরা বিক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ১০ টাকার বেগুন খুচরায় বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। সরবরাহে ঘাটতি না থাকলেও এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ছোলা, চিনি, খেজুর, মাছ-মাংস। কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফেরেনি বাজারে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণসহ নানা উদ্যোগ নিলেও বাজারে তার দৃশ্যমান প্রভাব নেই। রমজানে উচ্চমূল্যের বাজারে স্বস্তি না ফিরলেও কেনাকাটা ও চাহিদা কমে যাওয়ায় অবশেষে মূল্যপতন ঘটেছে সবজির বাজারে।
তবে, মাছ-মাংসের বাজারে নেই সুখবর। মুরগির পাশাপাশি অস্থিরতা বিরাজ করছে মাছের দামে। দেশী মাছের অতিরিক্ত দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। আর উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে গরুর মাংস।
এদিকে, চাল-ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরসহ প্রায় সবই চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এতে চরম ক্ষুব্ধ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, পাইকার থেকে কম দামে কিনলেও খুচরায় অস্বাভাবিক দাম হাঁকছেন বিক্রেতারা।
বাজারে স্বস্তি ফেরাতে সরকার নির্ধারিত মূল্য কার্যকর করার দাবি জানান সাধারণ ক্রেতারা।