পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করায় আটক ৪
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
কেকের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে পাউরুটি দিয়ে। জড়িত সন্দেহে মাদ্রাসার সুপারসহ আটক ৪ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিতর্কিত করা জন্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করে মাদ্রাসার সুপার আব্দুস সামাদ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদ্রাসার সুপার আব্দুস সালাম, সহকারী শিক্ষক গোলাম কবির, আজমল ও কুতুবুল আলমকে আটক করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে।