পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে চীন। ইকোনমিক করিডরের সুরক্ষার জন্যই এ ড্রোন সিস্টেম পাঠানো হচ্ছে বলে দাবি করেছে বেইজিং।
এ সব ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি আক্রমণও চালানো যাবে । চীনা ড্রোনগুলো একসঙ্গে আকাশ থেকে ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে। ওয়ান বেল্ট-ওয়ান রোড প্রকল্পের আওতায় বিপুল পরিমান টাকা বিনিয়োগ করে অর্থনৈতিক করিডর তৈরি করছে চীন। সেই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তানও । ধারণা করা হচ্ছে, বেলুচিস্তান প্রদেশের বিরোধপূর্ণ এলাকায় নজরদারি চালানোর জন্যই ওই ড্রোন পাঠাচ্ছে চীন। পাশাপাশি গাদর বন্দরে ঘাঁটি রয়েছে চীনের।