পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো ভারত
- আপডেট সময় : ০২:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলো ভারত। শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেটে জিতলো রোহিত শর্মার দল।
দুবাইয়ে আগে ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রিজওয়ান। জবাবে ম্যাচসেরা হার্দিক পান্ডিয়ার ৩৩ রানের হার না মানা ইনিংসে ২ বল হাতে রেখে জয় পায় ভারত।
সমান ৩৫ রান করে দলের জয়ে অবদান রাখেন কোহলি ও জাদেজা।
১০ মাসের ব্যবধানে মধুর প্রতিশোধ। শেষবার যে মাঠে ১০ উইকেটে হেরেছিলো ভারত, সেই মাঠেই পাকিস্তানকে দাঁত ভাঙ্গা জবাব দিলো রোহিত শর্মার দল। হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুচাপ ধরে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫ উইকেটে হারালো ভারত।
ধ্রুপদী লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। আলোচিত টপ অর্ডার বাবর আজম ও ফখর জামান আউট পাওয়ার প্লেতেই। দুজনই ফিরেছেন ১০ রানের চক্করে।
ইফতিখার আহমেদ নিয়ে প্রতিরোধ গড়ার চেস্টায় রিজওয়ান। তবে, দৃষ্টান্ত হতে পারেননি।
দলীয় ৮৭-তে ২৮ রানে ইফতিখার ফিরলে ভাঙ্গে এই জুটি। এরপর রিজওয়ানও ফিরেছেন দ্রুত, ৪৩ করে।
খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খানরা নিজেদের হারিয়ে খুজেছেন। টপ ফাইভের সবাই হার্দিক পান্ডিয়া-ভুবনেশ্বর কুমারদের বাউন্সারের কুপকাত।
শেষ দিকে, দাহানির ১৬ আর হ্যারিস রউফের ১৩ রানে পাকিস্তানের মাঝারি পূঁজি। ভুবনেশ্বরের ৪ উইকেট শিকারের দিনে ১৪৭ রানে পাকিস্তান।
মাঝারি লক্ষ্যতে শুরুতেই চমক দেখান অভিষিক্ত নাসিম শাহ। গোল্ডেন ডাকে ফিরিয়েছেন লুকেশ রাহুলকে। সম্ভাবনার জানান দিয়ে ফিরেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিও।
একই পথের পথিক সূর্য্যকুমার যাদব। তবে, ভারতকে ম্যাচে রাখেন বরিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।
শেষ ওভারে ৭ রানের সমীকরণ, প্রথম বলেই জাদের উইকেট। উত্তেজনা ছড়ায় ম্যাচে।
তবে, ভারতকে পা হরকাতে দেননি হার্দিক পান্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু ভারতের।
সুপার ফোরও অনেকটা নিশ্চিত রোহিত শর্মাদের। বিপরীতে পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে পা হরকালেই বিদায় ঘন্টা বাজবে পাকিস্তানের।