পাকিস্তানী শাসন ও আওয়ামী লীগের শাসনের মধ্যে কোন পার্থক্য নেই
- আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পাকিস্তানী শাসন ও আওয়ামী লীগের শাসনের মধ্যে কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে বাঁচতে হলে ক্ষমা চেয়ে, পদত্যাগ করে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে। সকালে ঢাকার মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের সম্মেলনে তিনি একথা বলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করায় তার চিকিৎসা এখন আর বাংলাদেশে সম্ভব নয় জানিয়ে বিএনপি মহাসচিব অবিলম্বে তার নিশর্ত মুক্তি দাবি করেন।
২২ বছর পর জাতীয়তাবাদী কৃষক দলের এই চতুর্থ জাতীয় সম্মেলন। ১৯৯৮ সালের ১৬ মে তৃতীয় জাতীয় সম্মেলনের পর শুক্রবার ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই চতুর্থ সম্মেলনের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী আলোচনায় অংশ নিয়ে কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, কৃষক ও শ্রমিকের ঘামের সঠিক মূল্য না দিলে বাংলাদেশের অর্থনীতি কখনো টেকসই হবে না। এ সময় আলোচনায় অংশ নিয়ে, আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় জীবনে গভীর সংকট তৈরি করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দলটি যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করায় তার চিকিৎসা দেশে আর সম্ভব নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সুকৌশলে বিদেশীদের হাতে তুলে দেয়া হচ্ছে অভিযোগ করে- কৃষকদের সংগঠিত করে গণঅভ্যুথ্থান সূচনা করার আহবানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।