পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৭ জনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে গতকালের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৭ জন ও আহত প্রায় ২০০ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
পুলিশ জানায়, এক সন্ত্রাসী প্রথমে মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন আহত হন। পুলিশের ওপর হামলার পরেই আক্রমণকারী মসজিদের ভেতরে দৌঁড়ে যায় ও বিস্ফোরণ ঘটায়। পুলিশ আরও জানায়, ওই সন্ত্রাসী মুসল্লিদের ওপর প্রথমে গুলি চালায় ও পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচ থেকে ছয় কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। এ হামলার কয়েক ঘণ্টা পরেই হামলার দায় স্বীকার করে নিজস্ব প্রোপাগান্ডা সাইটে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী আইএস।