পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটিতে চলছে বিক্ষোভ। পদত্যাগের দাবিতে প্রধান বিরোধী দলগুলোর কয়েক হাজার নেতাকর্মী করাচি শহরে সমাবেশ করেছে। ইমরান-বিরোধী নয়টি প্রধান রাজনৈতিক দল- পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন নামে একটি নতুন জোট গঠন করেছে।
শুক্রবার পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা স্টেডিয়ামের সমাবেশ থেকে ইমরান সরকারকে উৎখাতের ডাক দেয়া হয়। ইমরান খান ক্ষমতায় আসার পর এটাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ। বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ইমরানকে ক্ষমতায় বসিয়েছে দেশটির সেনাবাহিনী। সমাবেশে বক্তব্য রাখেন পাকিস্তান মুসলিম লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। ইমরান খান সরকারের ক্ষমতার মেয়াদ আর দুই বছর। শেষ সময়ে তিনি ভিন্ন মতাবলম্বী, সমালোচক ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। পাকিস্তানে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে। এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী মরিয়ম নওয়াজও টুইট করে তার স্বামীর গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।