পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবি’র
- আপডেট সময় : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অবশেষে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। বিকেলে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপ দল থেকে ছয় পরিবর্তন। যেখানে নতুন মুখ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও শহীদুল ইসলাম। টেস্টের কথা মাথায় রেখে বিশ্রামে মুশফিক। ইনজুরির কারণে নেই সাকিব ও সাইফুদ্দিন। বাজে পারফর্ম্যান্সের কারণে সৌম্য ও লিটনকে দলে রাখেননি নির্বাচকরা।
পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা মঙ্গলবার। তবে, এদিনও দল ঘোষণা নিয়ে দোটানায় ছিলো ক্রীড়া সাংবাদিক ও সমর্থকরা। কেননা দিচ্ছি-দেবো বলে আগের দু’দিন পার করেছে নির্বাচক প্যানেল।
অবশেষে বেলা গড়িয়ে বিকেল নাগাদ আসলো সেই মাহেন্দ্রক্ষণ। ১৬ সদস্যদের দল ঘোষণা করেলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যেখানে বিশ্বকাপ দল থেকে ছয় পরিবর্তন।
১৬ সদস্যের দলে বড় চমক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও শহীদুল ইসলাম। চমক বলতে হবে ইয়াসির রাব্বি ও সাইফ হাসানদের অন্তর্ভুক্তিকেও।
টেস্ট সিরিজের কথা মাথায় রেখে মুশফিককে বিশ্রাম দিয়েছে বোর্ড। ইনজুরির কারণে নেই সাকিব ও সাইফুদ্দিন। আর বিশ্বকাপে ব্যর্থতায় দল থেকে বাদ পড়েছেন সৌম্য ও লিটন কুমার দাস।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২২ নভেম্বর দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।