পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অ্যাডিলেডে অনুশীলন করেছে বাংলাদেশ দল
- আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অ্যাডিলেডে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রায় তিন ঘন্টা নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা।
ভারতের বিপক্ষে ম্যাচের বিতর্ক কিংবা সেমিফাইনালে যাওয়ার সমীকরণ নিয়ে ভাবছে না বাংলাদেশ বরং পাকিস্তানকে হারিয়ে নিজেদের সেরা খেলা দেখাতে চায় পেসার তাসকিন আহমেদের।
অস্ট্রেলিয়ায় লম্বা সময় পর অনুশীলনে বাংলাদেশ দল। ব্রিসবেন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা, সিডনির পর প্রথমবার গা গরমে ব্যস্ত সাকিবের দল। পাক্কা তিন ঘন্টা চলে এই অনুশীলন।
ব্যাট হাতে সৌম্য, সাকিবরা বড় সট খেলাতেই বেশি মনোযোগী৷ অন্য প্রান্তে তাসকিন, শরীফুল, ইবাদত, হাসান মাহমুদরাও ঘাম ঝরিয়েছেন লম্বা সময়। ভারতের বিপক্ষে ম্যাচে যে সব বিতর্ক সামনে এসেছে। সে বিষয় ভুলে নতুন শুরুট অপেক্ষায় ক্রিকেটাররা।
সেমিফাইনালে উঠার যে সমীকরণ তা বাংলাদেশের জন্য খুবই কঠিন। তবে আপাতত এতো হিসেবে না গিয়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের কাজটা সেরে রাখতে চায় বাংলাদেশ
১৫ স্কোয়াডের ১৪ জন ছিলেন মাঠে, ভারত ম্যাচে চোট পাওয়াশ এদিন অনুশীলন করেননি লিটন দাস। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা শঙ্কা নেই বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট।রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে বাবর আজমদের মোকাবেলা করবে সাকিবের দল।