হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
- আপডেট সময় : ১২:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছে দেশটির একটি আদালত। চলতি মাসের শুরুতে দুর্নীতি মামলায় দণ্ডিত ইমরানের জন্য সোমবারের এই রায়কে একধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল রাজ্জাককে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে গত জুনে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মাসেই কোয়েটায় গাড়িতে ঢুকে কে বা কারা ওই আইনজীবীকে হত্যা করে। রাজ্জাকের ছেলের অভিযোগ, ওই হত্যাকাণ্ডে ইমরানের হাত ছিল।
মামলা থেকে অব্যাহতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান খানের আইনজীবী নাইম পানজুথা। বিশ্লেষকেরা বলছেন, সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। এরপর তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। রাষ্ট্রীয় উপহার কেনাবেচার অভিযোগে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। বর্তমানে তিনি কারাগারে সাজাভোগ করছেন। এদিকে..তোশাখানা দুর্নীতি মামলার দণ্ড স্থগিতে ইমরান খানের করা আবেদনের বিষয়ে আজ আদেশের জন্য দিন ধার্য রয়েছে।