পাকিস্তানে অজ্ঞাত হামলাকারীর গুলিতে চার নারীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত হামলাকারীর গুলিতে চার নারী প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায়, নর্থ ওয়াজিরিস্তানে তারা গুপ্ত হামলার শিকার হন ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। পথে তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে অজ্ঞাত হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তবে গাড়িচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই অঞ্চলটিতে জঙ্গিদের আধিপত্য রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। প্রায়ই সেখানকার সাধারণ মানুষ হামলার শিকার হন। বিশেষ করে আদিবাসী নারীদের ওই অঞ্চলের উন্নয়ন কাজে সঙ্গে সংশ্লিষ্টতা বাড়ছে। এ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে না উগ্রপন্থীরা।