পাকিস্তানে চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে সোমবার এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে মামলা দেয়া হয়েছে৷ পাকিস্তানের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করেন ঐ চীনা নাগরিক৷
পাকিস্তানের খাইবার পাখতুনখা রাজ্যে দাসু বাঁধ অবস্থিত৷ সেখানে কর্মরত চীনা নাগরিক তিয়ান রোববার ‘রোজা রাখায় কাজের গতি ধীর’ হয় বলে মন্তব্য করেন বলে অভিযোগ সেখানে কর্মরত পাকিস্তানি শ্রমিকদের৷ এছাড়া মহানবি (সা:) ও ধর্মের অবমাননা করেও তিয়ান কথা বলেন বলে অভিযোগ তাদের৷
তিয়ানকে গ্রেপ্তারের দাবিতে রোববার একটি মহাসড়ক বন্ধ করে দেন শ্রমিকেরা৷ এছাড়া তিয়ান থানায় লুকিয়ে থাকতে পারেন এই সন্দেহে কয়েকশ শ্রমিক স্থানীয় থানায় জোর করে ঢুকে পড়েছিলেন৷ ‘‘তিয়ানের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে সেই কাগজ দেখানোর পর শ্রমিকরা শান্ত হন,” বলে এএফপিকে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা নাসির-উদ-দীন খান৷
জনতা তিয়ানের উপর হামলা করতে পারে এই আশঙ্কায় তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়৷
পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা যদি প্রমাণ করতে পারেন যে তিয়ান ইসলামকে অবমাননা করেছেন তাহলে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইনে তার বিচার করা হবে৷
পাকিস্তানি আইনে ধর্ম অবমাননার দায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড৷ তবে এই আইনে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ তবে অভিযুক্তদের উপর হামলা ও তাদের পিটিয়ে মারার মতো ঘটনা ঘটে৷
২০২১ সালে মহানবি (সা:) এর ছবি সম্বলিত একটি পোস্টার ছেঁড়ার অভিযোগে শ্রীলঙ্কার এক ফ্যাক্টরি ম্যানেজারকে পিটিয়ে মেরে ফেলেছিল জনতা৷
মানবাধিকার কর্মীরা মনে করেন, ব্যক্তিগত বিবাদ মেটাতে এবং সংখ্যালঘুদের ভয় দেখাতে ব্লাসফেমি আইনের আশ্রয় নেয়া হয়ে থাকে৷
গত সপ্তাহে নিজেকে ইসলামের নবি দাবি করা এক মুসলিম নারীকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়৷
ডয়চে ভেলে