পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত লোকটির বিরুদ্ধে পবিত্র কোরআনের পৃষ্ঠা পোড়ানোর অভিযোগ তোলা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হয়েছে অন্তত ৮০ জনেরও বেশি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে ছিল। তবে উত্তেজিত লোকজন তাকে ছিনিয়ে নেয়। গ্রামবাসী লাঠি, কুড়াল ও রড দিয়ে আঘাতে হত্যা করে তার লাশ গাছে বেঁধে ঝুলিয়ে দেয়। ঘটনার কাছের তুলাম্বা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনাওয়ার গুজ্জার বলেন, লোকটি ১৫ বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। উল্লেখ্য পাকিস্তানের ধর্ম অবমাননা আইনে অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। তবে সমালোচকরা বলেন, অনেক ক্ষেত্রে এ আইন সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়।