পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি গোষ্ঠীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের অন্তত ৪ সদস্য নিহত।
পুলিশ এবং বিক্ষোভকারী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের সদস্যদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার মহাসড়কে বিক্ষোভের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির হাজার হাজার সদস্য। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আগামী ৬০ দিনের জন্য পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।