পাক-ভারত পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার
- আপডেট সময় : ০৮:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পাক-ভারত পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার। সাত দিনের মধ্যে নয়াদিল্লিতে ইসলামাবাদের কূটনীতিকদের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে পাকিস্তানকে বলেছে ভারত।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি কূটনীতিকরা গুপ্তচরবৃত্তির কাজে লিপ্ত রয়েছে। এছাড়াও তারা সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে লেনদেন বজায় রেখে চলেছে। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের দূতাবাস কর্মীরা আইন মেনেই দায়িত্বপালন করছিল। তারপরও নয়া দিল্লি এমন ব্যবস্থা নেয়ায় তারাও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের ইসলামাবাদ দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে।
অধিকৃত কাশ্মীরকে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার পর গত আগস্টে ভারতীয় হাই কমিশনারকে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান।
বর্তমানে নয়াদিল্লিতে পাকিস্তানের ৮৩ কর্মকর্তা ও কর্মচারী অবস্থান করছেন। যেখানে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের কর্মী সংখ্যা প্রায় ১০০ ।