পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকাসহ স্বর্ণ-রূপার অলংকার
- আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
প্রতি তিন মাস পর পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুললেই পাওয়া যায় কয়েক কোটি টাকাসহ স্বর্ণ-রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। তবে, এ মসজিদের মোট আয়-ব্যয়ের হিসাব কখনো জনসম্মুখে প্রকাশ না করায় হতাশ স্থানীয়রা। ব্যয়ের খাতের স্বচ্ছতা নিয়ে অন্ধকারে খোদ কমিটির সদস্যরাও। এদিকে, শিগগিরই সব হিসেব প্রকাশ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
মসজিদের দানবাক্স যেন টাকার খনি। ৮টি দানবাক্সের এসব টাকা গণনা করলে হয় কয়েক কোটি টাকা। প্রতি তিনমাস পর পর এমন দৃশ্যের দেখা মিলে কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত পাগলা মসজিদে। গত ৭ মাসে দুইবার এসব দানবাক্স খুলে পাওয়া গেছে প্রায় ১০ কোটি টাকাসহ প্রচুর স্বর্ণ-রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। এছাড়াও প্রতিদিন হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রী এ মসজিদে দান করেন দানকারীরা। দানের এসব টাকা থেকে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও দরিদ্র জটিল রুগিদের সাহায্য করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
অডিটের মাধ্যমে সকল আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে তুলে ধরার আহবান জানান পাগলা মসজিদ কমিটির এই সদস্য।
পাগলা মসজিদের নিজস্ব আয়ে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে এই মসজিদের একাউন্টে প্রায় ৪০ কোটি টাকা জমা আছে বলে জানিয়েছে মসজিদ কতৃপক্ষ।