পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার,শ্রমিক ছাটাই ও হয়রানী বন্ধের দাবীতে বরিশালে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে একে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং শ্রমিক ছাটাই ও হয়রানী বন্ধের দাবীতে বরিশালে মানববন্ধন হয়েছে।
সকালে নগরীর টাউন হলের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা পেশাভিত্তিক ডিজিটাল ডাটাবেজ তৈরী, সকল নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, শ্রমজীবী মানুষের জন্য গ্রুপ ও স্বাস্থ্যবীমা, বরিশালে পিসিআর ল্যাব বাড়ানো এবং পরীক্ষা ও চিকিৎসার ব্যয়ভার সরকারীভাবে বহন করার দাবী জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি জাকির হোসেন।