পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার আহবানে অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৫:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাষ্ট্রয়াত্ত পাটকল বন্ধ না করে দুর্নীতি ভূলর্নীতি ও লুটপাট বন্ধ করে অবিলম্বে পাটকল চালু, আধুনিকায়ন করা সহ অবসরপ্রাপ্ত সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ এর দাবিতে পাটকল শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার আহবানে বেলা ১১ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে এই কর্মসূচি পালন হয়।পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদেও সভাপতি এ্যাড কুদরত ই খুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন আহাম্মেদ প্রিন্সসহ পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতা কর্মিরা। আন্দোলনরতরা জানান বিজেএমসি’র অপরিকল্পনার.মিলগুলো দীর্ঘদিন আধুনিকায়ণ না হওয়া, মৌসুমে পাট ক্রয় না করায় পাটকলগুরো লোকসান হয়েছে। এর দায় শ্রমিকদের ওপর চাপিয়ে মিলগুলো বন্ধ করা হয়েছে। দ্রুত মিলগুলো চালু না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলন করবে।উল্লেখ্য অব্যাহত লোকসানের কারণে গত ৩ জুলাই থেকে রাষ্ট্রয়াত্ত্ব পাটকলগুলো বন্ধ ঘোষণা করে।