পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ডুবি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ২০৭৪ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাতটি ছোটো ট্রাক ও দুইটি বড় ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।
সকাল সাড়ে ৮টায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।এদিকে, ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত ১টা ৩০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।