পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি থেকে ৩য় দিনের মত যানবাহন উদ্বার কাজ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি থেকে ৩য় দিনের মত যানবাহন উদ্বার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে পাটুরিয়ায় ঘাটে যানবাহন উদ্বার কাজ শুরু হয়।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম ছাদেক জানিয়েছেন, পাটুরিয়ায় উদ্বারকারী জাহাজ প্রত্যয় নয়, রুস্তমকে আনার সিদ্বান্ত নেয়া হয়েছে। নিখোঁজ কিংবা ডুবে থাকা যানবাহন আগে উদ্বার করা হবে। তারপর পর ফেরি উদ্বারের কাজ শুরু করা হবে। সকালে হামজা ৪ ঘন্টায় মাত্র একটি ট্রাক উদ্বার করেছে। এ নিয়ে মোট ৯ টি বড় যানবাহন ও একটি মটর বাইক উদ্বার করা হল। ৩ দিনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অপর দিকে ৫ নাম্বার ঘাট বন্ধ থাকায় পাটুরিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। সকালে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। সকাল সাড়ে ১১ টার দিকে পাটুরিয়া প্রান্তে ৩ কিলোমিটার যানজটে প্রায় সহস্রাধিক যানবাহন পারা পারের অপেক্ষায় আছে।