পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হয়
- আপডেট সময় : ০১:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর বিধিনিষেধের মধ্যেও মঙ্গলবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হয়।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, সোমবার রাতে রওনা হওয়া যাত্রীবাহী বাসগুলো আজ ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে এসব বাস পারাপার করা হয়। পাটুরিয়া ঘাটে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক আছে। সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ১০-১২টি যাত্রীবাহী বাস নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পাটুরিয়ার চার নম্বর ঘাট এলাকায় আসে। ফেরিতে বাসের যাত্রী ছাড়াও তিন শতাধিক যাত্রী ছিলেন। এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় নদী পারাপারে কোনো যাত্রীবাহী বাস না থাকায় সকাল থেকে পণ্যবাহী গাড়ি পারাপার করা হয়।