পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি এখনও তোলা সম্ভব হয়নি
- আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি এখনও তোলা সম্ভব হয়নি। চলছে দ্বিতীয় দিনের মতো ট্রাক উদ্ধার তৎপরতা। অর্ধেক তলিয়ে থাকা ৪শ’ টন ওজনের আমানত শাহকে উদ্ধারের প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। উদ্ধারকারী জাহাজ- প্রত্যয় আসার পর ফেরীটি উদ্ধারে কাজ শুরু হবে।
দৌলতদিয়া ঘাট থেকে বুধবার সকালে পাটুরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় রো রো ফেরি- শাহ আমানত। পাটুরিয়ায় পৌঁছে নোঙর করে ৩টি গাড়ি আনলোড শেষ হতেই ফেটে যায় ফেরির তলা। বাকী ১৪টি ট্রাক ও কয়েকটি মোটর সাইকেল নিয়ে উল্টে যায় ফেরিটি। ট্রাকচালক ও ট্রাক মালিকরা জানান, ডুবে যাওয়া ট্রাকগুলো দ্রুত উদ্বার করা না গেলে ট্রাকের মালামালের ব্যাপক ক্ষতি হবে।
ফেরি ও ডুবন্ত ট্রাক উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয়। বুধবার সারাদিনের তৎপরতায় চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার সম্ভব হয়। এখন যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ। ফায়ার সার্ভিস জানায়, ট্রাকগুলো উদ্ধারের পরই ফেরি উদ্ধারে কাজ শুরু করা হবে।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে করা ৪ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকেল থেকে কাজ শুরু করবে বলে জানান, জেলা প্রশাসক।
এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ- হামজা বর্তমানে পণ্যবাহী ট্রাক উদ্ধারে কাজ করলেও আরেক উদ্ধারকারী জাহাজ- প্রত্যয় এসে ফেরী উদ্ধারে কাজ শুরু করবে।