পাটুরিয়া-দৌলতদিয়ায় আটকে আছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়ায় দুপুর থেকে বাসের চাপ কমে আসলেও আটকে আছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ১০ দিনের ছুটিতে গেল দু’দিনে যাত্রীবাহী পরিবহন ও ব্যক্তিগত গাড়ির তীব্র যানজট ছিল এ দুই ঘাটে।
দুপুর ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীবাহী বাসের চাপ কমে যায়। কিন্তু ঘাটে এখন ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে এখন যাত্রীবাহী বাসের তেমন কোন চাপ নেই। তবে ব্যক্তিগত যানবাহন ও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা-পারের অপেক্ষায় আছে। পাটুরিয়া ও আরিচা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।