পাটুরিয়া- দৌলতদিয়ায় ৫ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আটকা পরে আছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাটুরিয়া- দৌলতদিয়ায় ৫ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আটকা পরে আছে।
এর ফলে যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ যানবাহনের সারি। অগ্রাধিকার ভিত্তিতে নৌ-রুট পারাপার করা হচ্ছে যাত্রীবাহী বাসগুলোকে।সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক অন্যান্য যানবাহন এবং উথুলী সংযোগ মোড়ে আরও শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ১৬টি ফেরি দিয়ে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস, জরুরী পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌ-রুট পারাপার করা হচ্ছে।