পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আটকা শত শত যান
- আপডেট সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে বাড়ছে যানবাহনের সংখ্যা। সকাল থেকে শত শত যানবাহন পাটুরিয়া প্রান্তে ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে
দেখা যায়।
বিআইডব্লিউটিসি জানিয়েছেন, ১৯টি ফেরির মধ্যে সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ২টি ফেরি বিকল থাকায় উভয় ঘাটে যানবাহনের সংখ্যা বাড়ছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছে না ট্রাক। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবরে জানা যায় সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক ও ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের জন্য অপেক্ষমাণ। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের লম্বা সারি দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে তা আরো দীর্ঘ হচ্ছে।