পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ
- আপডেট সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে উভয়মুখী যাত্রী চাপে ঘাট এলাকা জনস্রোতে পরিণত হয়েছে।
ঢাকায় ঈদশেষে গ্রামের বাড়িতে যেতে এখন অনেকেই ভীড় করছেন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী ঘাটে। আবার অনেকেই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে উভয় ঘাটে যাত্রী ও যানবাহনগুলো এখনো স্বস্তিতেই নদী পার হচ্ছে। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয় জানিয়েছে, চাপ কম থাকলেও সকালে ২১টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যানাবাহন পারাপার করা হচ্ছে। ওদিকে, দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ।
এদিকে, ঈদের ছুটি শেষে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে উভয়মুখী যাত্রীচাপ বেড়েছে। ঈদের ২ দিন পরও শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী যাত্রীর চাপও বাড়ছে। উভয়মুখী যাত্রী চাপ বাড়ায়, ফেরিগুলো বেশী যাত্রী ও কম যানবাহন নিয়ে পদ্মা পার হচ্ছে। এ নৌরুটে ৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে।