পাটের উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম
- আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম থাকায় পাট নিয়ে বিপাকে পড়েছেন মাগুরার চাষীরা। জেলায় প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে সর্বোচ্চ ২২শ’ টাকায়। বাজারে সরবরাহ বেশী থাকায় আড়ৎ মালিকরা ইচ্ছেমতো দামে পাট কিনছেন। এর ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, সরকার নির্ধারিত মূল্য না থাকায় ক্ষতির শিকার হচ্ছেন কৃষক।
এ বছর মাগুরা জেলায় সাড়ে ৩৫ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় জেলায় পাট উৎপাদন ভালো হয়েছে। তবে বৃষ্টি কম থাকায় পানির অভাবে পাটের উৎপাদন খরচ স্বাভাবিকের তুলনায় এবার বেশী। বিঘাপ্রতি প্রায় ৩০ হাজার টাকা খরচ করে এখন পাট বিক্রি থেকে আসছে ২০-২২ হাজার টাকা।
এবছর একদিকে বাজারে পাটের সরবরাহ বেশি, অন্যদিকে চাহিদা কম। ফড়িয়াদের অনুরোধ করে পাট বিক্রি করতে হচ্ছে। ফলে পাট বিক্রি করতে হিমশিম খাচ্ছে কৃষকরা।
সরকারী পাটকলগুলো বন্ধের কারণে পাটের চাহিদা কমায় দর পড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
এরই মধ্যে সরকারীভাবে পাট কেনা শুরু হলেও সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য না থাকায় কৃষক ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
৩৩ শতাংশের বিঘাতে সাধারণত ১০-১২ মণ পাট উৎপাদন হয়। কিন্তু বর্ষার পানি না থাকায় এবার পাট কাটার পর পঁচানোর জন্য দূরে নিতে পরিবহন ও শ্রমিক খরচ বেড়েছে। যে কারণে চলতি দরে কৃষককে বিঘায় প্রায় ৮-১০ হাজার টাকা লোকসান হচ্ছে।