পাঠাও চালককে নদীতে ডুবিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
পাঠাও চালককে বাসা থেকে ডেকে গুম করার উদ্দেশ্যে তুরাগ নদীতে ডুবিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী তাইজুল ইসলাম ওরফে কাজল ও নৌকার মাঝি এমারত হোসেনকে ময়মনসিংহ ও গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব- ১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোসতাক আহম্মেদ। তিনি বলেন, ব্যবসায়ীক দেনা পাওনা নিয়ে দ্বন্দ্বের কারনেই মূলত রিফাতকে হত্যা করা হয়।
৬ জুন আশুলিয়ার রোদ্রপুর এলাকায় তুরাগ নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। পরে, তার বাবা লাশটি মুখ মন্ডল ও পরিধেয় বস্ত্র দেখে শনাক্ত করে এটি পাঠাও চালক শরীফ হোসেন রিফাতের লাশ।
রিফাতের নৃশংস হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে। হত্যার রহস্য উন্মোচনে রেবের অভিযানিক দল হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী তাইজুল ইসলাম ওরফে কাজল ও নৌকার মাঝি এমারত হোসেনকে ময়মনসিংহ ও গাজীপুর থেকে গ্রেফতার করেছে।
উওরায় র্যাব হেডকোয়াটার্সে সংবাদ সম্মেলন র্যাব-১ এর অধিনায়ক জানান, পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেই রিফাতকে হত্যা করা হয়। তাইজুল এবং সোহাগ দুই বন্ধু মিলে হত্যার পরিকল্পনা করে বলে জানান তিনি। গ্রেফতারকৃত তাইজুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান লেফনেন্ট কর্নেল মোসতাক আহম্মেদ।