পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সিলেটে বন্ধ পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার দাবিতে জেলায় ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বিকেলে জেলা প্রশাসক মজিবুর রহমানের সাথে বৈঠকের পরও, ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসেনি সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জেলা প্রশাসক বলেন, ‘কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবির পরিপ্রেক্ষিতে খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর ওই কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শন করবেন। সরেজমিন পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কিনা। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।