পানির স্তর নিচে নেমে যাওয়ায় নড়াইলে নলকূপে পানি উঠছে না
- আপডেট সময় : ০৭:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
পানির স্তর নিচে নেমে যাওয়ায়, নড়াইলের বিভিন্ন এলাকার নলকূপে পানি উঠছে না। বিপাকে পড়েছে বোরো চাষীরাও। বিকল্প উপায় ও নদী-খালের পানি দিয়ে প্রয়োজনীয় কাজ সারছেন অনেকে। জনস্বাস্থ্য বিভাগ বলছে, ভূগর্ভস্থ পানির ব্যবহার বেড়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে।
অনাবৃষ্টির কারণে নড়াইলের উঁচু এলাকার নলকূপে গত দু’মাস ধরে পানি উঠছে না। এলাকাভেদে পানির স্তর নেমে গেছে ৩০ থেকে ৪৫ ফুট নিচে। অনেকে তারা পাইপ বসিয়ে কিছুটা পানি তুলতে পারছে। তবে, তা চাহিদার তুলনায় সামান্য। পানির জন্য রীতিমতো হাহাকার করছে এলাকাবাসী।
উঁচু এলাকায় স্যালো মেশিনে পানি না ওঠায় বোরো চাষও ব্যাহত হচ্ছে। নদী-খাল থেকে সেচের ব্যবস্থা করেছে অনেকে। কেউ কেউ মাটিতে সুড়ঙ্গ তৈরি করে ১০/১২ ফুট গভীরে স্যালো মেশিন বসিয়ে পানি তুলছে। বৃষ্টি না হওয়ায় পাট চাষও শুরু করতে পারছে না চাষিরা।
ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহারের ফলে স্তর নিচে নেমে যাচ্ছে বলে জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃষ্টি হলে প্রত্যন্ত এলাকার পানির কষ্ট দূর হবে বলে মনে করে, সংশ্লিষ্টরা।