পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা
- আপডেট সময় : ০৯:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অতি বৃষ্টিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। একই সাথে বাসাবাড়ির ডুবে যাওয়া পানির ট্যাংক দ্রুত পরিস্কার করার নির্দেশনাও দেয়া হয়েছে।
ওয়াসা কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে সতর্ক করে এই আহবান জানিয়েছে। ওয়াসা বলছে, সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম শহরের কিছু এলাকায় ভূ-গর্ভস্থ জলাধারের পানির সাথে জোয়ারের পানি মিশে যাওয়ায় ওই পানি পান করা ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে নগরীর গ্রাহকদের তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার করার পাশাপাশি পানি ফুটিয়ে খাওয়ার অনুরোধ করা যাচ্ছে। পানির ট্যাংক পরিস্কার করতে গ্রাহকরা প্রয়োজনে ওয়াসার মড-ওয়ান থেকে মড-ফোরের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সহযোগিতা নিতে পারবেন বলেও জানানো হয়েছে।
এদিকে, সীতাকুণ্ডের বিএম ডিপো ট্রাজেডির পর বিভিন্ন ধরনের রাসায়নিক ও ফেব্রিক্সের ৭৭ লট পণ্য নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। আগামী ৩০ জুন এই নিলাম অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়েছে। বিডাররা নির্ধারিত মূল্য পরিশোধ করে ২৮ জুন পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। ২৯ জুন সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস ছাড়াও, ঢাকার শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট কার্যালয় এবং আইডিইবি ভবনে স্থাপিত দরপত্রের বাক্সে দরপত্র জমা দেয়া যাবে। ৩০ জুন বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে। নিলামে সর্বোচ্চ দরদাতার অনূকুলে পণ্য বিক্রির অনুমোদন দেবেন নিলাম কমিটি। ৭৭টি লটের মধ্যে হাইড্রোক্লোরিক এসিড, ডাই এসিড, গার্মেন্টস ফেব্রিক্স, আইসেট মোল্ড, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, ফিনিশিং এজেন্ট, রাসায়নিক পদার্থ, আর্ট পেপার, জিপসাম পাউডারসহ বিভিন্ন ধরনের রাসায়নিক ও পণ্য রয়েছে।