পান চাষে জীবনমান বদলেছে পঞ্চগড়ের চাষীদের
- আপডেট সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে চা এবং কমলার মত বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে অর্থকরি ফসল পান। এখানকার উৎপাদিত পান সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পানের বরজ করে জীবনমান বদলেছে এখানকার দেড় শতাধিক চাষির। কৃষি বিভাগের সহায়তা ছাড়াই টিকে আছে এখানকার পান চাষিরা।
দেশের সর্ব উত্তরের কৃষি নির্ভর জেলা পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি দিন দিন চাঙ্গা হচ্ছে। এখানকার গ্রামে গেলেই দেখা মেলে ছোট-বড় শতশত বরজ। এসব বরজের ভিতরে চোখ জুড়ানো সারিসারি পানের গাছ যেমন সৌন্দর্য বর্ধন করছে, তেমনি অর্থনীতিতেও সমৃদ্ধি এনেছে । এখানকার উৎপাদিত পানের কদরও বেশ। বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চাষিদের অভিযোগ- বিভিন্ন সমস্যায় কৃষি বিভাগের কোন সহায়তা ও পরামর্শও পাওয়া যায় না।
কৃষি বিভাগের সুদৃষ্টি আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে পান চাষে ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা।
পান চাষে সম্ভাবনার বিষয়টি স্বীকার করে চাষিদের পাশে থাকার আশ্বাস দিলেও জনবল সংকটের কথা বললেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় মোট পানের আবাদ রয়েছে ১৪ হেক্টর। এর মধ্যে বরজ পানের পরিমাণ ১২ হেক্টর।