পান থেকে চুন খসলেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ভিসানীতির হুমকি-ধামকি গ্রহণযোগ্য নয় : কাদের
- আপডেট সময় : ০৭:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। শুধু বাংলাদেশেই পান থেকে চুন খসলেই নিষেধাজ্ঞা দেবে, ভিসানীতি দেবে– এমন হুমকি-ধামকি গ্রহণযোগ্য নয়। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে আজীবন বিরোধী দলের কাতারেই থাকতে হবে। বিএনপি’র মিছিলের দৈর্ঘ্য বাড়লেও প্রস্থ কমে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। দেশের উন্নয়নে বিএনপি প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক যেখানে আল্লাহ, সেখানে বিএনপি কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে– সে প্রশ্ন রাখেন তিনি। বলেন, আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তরজ্বালা হয়। পরাজয়ের ভয়ে বিএনপি’র এক দফা খাদে পড়ে এখন মরণ যন্ত্রণায় ছটফট করছে বলে জানান তিনি।