পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন ও ফারজানা ইয়াসমিন নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে নিহতদের মা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, মহররম উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যায়। এ সময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়ে। তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দু’জনকে উদ্ধার করতে মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ভাইবোনের মৃত্যু হয়। আহত মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। আটঘরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।