পাবনার আদালত চত্বরে আইনজীবী লাঞ্ছিত

- আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
পাবনার আদালত চত্বর থেকে সাক্ষী অপহরণের সময় বাধা দেয়ায় ৩ আইনজীবীকে লাঞ্ছিত করেছে বহিরাগতরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আইনজীবীরা।
এক যৌতুক মামলার আসামি পক্ষের লোকজন আদালত চত্বরে এ হামলা চালায়। আইনজীবী সমিতির সাবেক নেতা আব্দুল আহাদ বাবু জানান, জনৈক কামরুজ্জামানের স্ত্রীর যৌতুক মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নিতে আদালতে যান। এসময় কামরুজ্জামানের সঙ্গে তার মেয়ের জামাই মাসুদ
ছিলেন। এক পর্যায়ে মাসুদকে একটি কক্ষে আটকে রাখে সন্ত্রাসীরা। পরে আদালত চত্বরে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবনকে লাঞ্ছিত করে। খবর পেয়ে অন্য আইনজীবীরা পৌর ভবনের সামনে গেলে পৌর কর্তৃপক্ষ প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। আইনজীবীরা পৌরভবনে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাদের মারপিট করে। এসময় আইনজীবীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আইনজীবীরা।